• ০০। (তোমারে) কইব কথা।
    • ক) কর্মে ৭মী
    • খ) কর্তায় ১মা
    • গ) কর্মে ২য়া
    • ঘ) করণে ২য়া
  • ০১। (বাঁশি) বাজে কোন ধরনের কর্তা?
    • ক) কর্মবাচ্যের
    • খ) ভাববাচ্যের
    • গ) কর্ম -কর্তৃবাচ্যের
    • ঘ) উদ্দেশ্যের
  • ০২। (রাশি রাশি) ধন। বাক্যে ব্যবহৃত দ্বিরুক্তিটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
    • ক) সামান্য অর্থে
    • খ) আধিক্য অর্থে
    • গ) তীব্রতা অর্থে
    • ঘ) অনুরূপ অর্থে
  • ০৩। (শিক্ষক) ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন-‘শিক্ষক’ শব্দটি কোন কর্তা?
    • ক) মুখ্য কর্তা
    • খ) প্রযোজক কর্তা
    • গ) প্রযোজ্য কর্তা
    • ঘ) ব্যতিহার কর্তা
  • ০৪। (সুখের চেয়ে) স্বস্তি ভালো–
    • ক) অপাদানে ৫মী
    • খ) কর্মে ৫মী
    • গ) করণে ৫মী
    • ঘ) অধিকরণে ৫মী
  • ০৫। Excise duty-র পরিভাষা কোনটি?
    • ক) অতিরিক্ত কর
    • খ) আবগারি শুল্ক
    • গ) অর্পিত দায়িত্ব
    • ঘ) অতিরিক্ত কর্তব্য
  • ০৬। Intellectual শব্দের অর্থ কোনটি?
    • ক) বুদ্ধিজীবী
    • খ) বুদ্ধিমান
    • গ) মেধাবী
    • ঘ) মননশীল
  • ০৭। Wisdom শব্দের বাংলা অর্থ–
    • ক) জ্ঞান
    • খ) বুদ্ধি
    • গ) মেধা
    • ঘ) প্রজ্ঞা
  • ০৮। ং এর উচ্চারণ কিসের মতো হয়?
    • ক) ঞ এর মতো
    • খ) ঙ এর মতো
    • গ) ক্ষ এর মতো
    • ঘ) ষ এর মতো
  • ০৯। অ -এর বিবৃত বা স্বভাবিক উচ্চারণ আছে কোন শব্দে?
    • ক) অনেক, কত
    • খ) অনেক, মন
    • গ) অমল, অতুল
    • ঘ) অনেক, অধীর
  • ১০। অ -কার কিংবা আ -কারের পর ই- কার কিংবা ঈ -কার থাকলে উভয় মিলে কি?
    • ক) ঈ -কার
    • খ) উ -কার
    • গ) ও -কার
    • ঘ) এ -কার
  • ১১। অ-বর্ণের পরে এ থাকলে উভয় মিলে কি হয়?
    • ক) ও-কার
    • খ) এ -কার
    • গ) ঔ -কার
    • ঘ) ঊ -কার
  • ১২। অকালে যাকে জাগরণ করা হয় তাকে এক কথায় কি বলে?
    • ক) সব্যসাচী
    • খ) প্রত্যুদগমণ
    • গ) অকালবোধন
    • ঘ) অবিমৃষ্যকারী
  • ১৩। অকেজো, অচেনা, প্রভৃতি শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
    • ক) নিতান্ত (মন্দ)
    • খ) নিন্দিত
    • গ) অশুভ
    • ঘ) ক্রমাগত
  • ১৪। অক্ষির সম্মুখে বর্তমান–এর সংক্ষেপণ হল–
    • ক) সম্মুখে
    • খ) প্রত্যক্ষ
    • গ) পরোক্ষ
    • ঘ) চাক্ষুষ
  • ১৫। অগ্র পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে–
    • ক) অদ্যন্ত
    • খ) মুর্খ্য
    • গ) অনভিজ্ঞ
    • ঘ) অবিমৃষ্যকারী
  • ১৬। অগ্রজ শব্দটির বিপরীত শব্দ–
    • ক) ভক্ত
    • খ) অনুজ
    • গ) অনুরক্ত
    • ঘ) আরক্ত
  • ১৭। অগ্রে জন্মগ্রহণ করেছে যে–
    • ক) অনুজ
    • খ) বয়োজ্যেষ্ঠ
    • গ) অগ্রজ
    • ঘ) অগ্রগামী
  • ১৮। অঘোষ অল্পপ্রাণ ও ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনির পরে নাসিক্য ধ্বনি তালব্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি?
    • ক) তৎ+রূপ=তদ্রুপ
    • খ) সম+তাপ=সন্তান
    • গ) রাজ+নী=রাজ্ঞী
    • ঘ) তদ+কাল=তৎকাল
  • ১৯। অঘোষ অল্পপ্রাণ দ্যোতিত বর্ণ কয়টি?
    • ক) ২টি
    • খ) ৫টি
    • গ) ৬টি
    • ঘ) ৩টি