• ০০। ATM বোঝায়—
    • ক) অটোমেটিক টেলিফোন মেশিন
    • খ) অটোমেটেড টেলার মেশিন
    • গ) অ্যাপ্রুভড ট্যারিফ ম্যানুয়েল
    • ঘ) অ্যাপ্রুভড ট্রেনিং ম্যানুয়েল
  • ০১। http -এর সংক্ষিপ্ত রূপটি কি বোঝায়?
    • ক) Hyper Text Transfer Protocol
    • খ) High Task Termination Procedure
    • গ) Harvard Teletext Proof
    • ঘ) High Times Technical Professionals
  • ০২। LAN-এর পূর্ণরূপ কি?
    • ক) Large Area Network
    • খ) Local Array Network
    • গ) Local Area Network
    • ঘ) land Array Network
  • ০৩। URL হলো—
    • ক) Web এর বিভিন্ন documents ও অন্যান্য resources এর ঠিকানা
    • খ) কতগুলো নেটওয়ার্কের বিভিন্ন resources এর ঠিকানা
    • গ) শুধুমাত্র একটি LAN এর বিভিন্ন resources এর ঠিকানা
    • ঘ) একটি নেটওয়ার্ক এর domain
  • ০৪। WiMAX কি?
    • ক) তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি
    • খ) মোবাইল প্রযুক্তি
    • গ) টেলিফোন প্রযুক্তি
    • ঘ) জ্বালানি বিহীন অটোমোবাইল প্রযুক্তি
  • ০৫। WWW এর জনক কে?
    • ক) বিল গেটস
    • খ) ডেনিসটিটো
    • গ) টিম বার্নস লি
    • ঘ) উইলিয়াম ইংলিশ
  • ০৬। ই-মেইল কি?
    • ক) ইলেকট্রনিক মেইল
    • খ) ইলেকট্র-মেইল
    • গ) ইলেকট্রন-মেইল
    • ঘ) ইলেকট্রনিক্স মেইল
  • ০৭। ইন্টারনেটে চিঠি পাঠানোর জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?
    • ক) জি-মেইল
    • খ) ইয়াহু মেসেঞ্জার
    • গ) ইউটিউব
    • ঘ) এক্সেল
  • ০৮। ইন্টারনেটের জনক কে?
    • ক) Charles Babej
    • খ) Vinton Fray Cerf
    • গ) Vinton Gray
    • ঘ) Bill Gates
  • ০৯। উইকিলিকস্ এর প্রতিষ্ঠাতা কে?
    • ক) বিল গেটস
    • খ) রবার্ট লিও
    • গ) মাইকেল অ্যাসাঞ্জ
    • ঘ) জুলিয়ান অ্যাসাঞ্জ
  • ১০। এনিমেশন শব্দের অর্থ কি?
    • ক) জীবন্ত করা
    • খ) মেরে ফেলা
    • গ) প্রোগ্রাম করা
    • ঘ) মুছে ফেলা
  • ১১। ওয়েব পেইজ ফাইলের বর্ধিতাংশের নাম কি?
    • ক) .html
    • খ) .htf
    • গ) .htmg
    • ঘ) .htpf
  • ১২। কত সালে কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়?
    • ক) ১৯৭১ সালে
    • খ) ১৯৭৫ সালে
    • গ) ১৯৬৯ সালে
    • ঘ) ১৯৭০ সালে
  • ১৩। কম্পিউটার থেকে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয়—
    • ক) ইন্টারকম
    • খ) ইন্টারনেট
    • গ) ই-মেইল
    • ঘ) ইন্টারসীড
  • ১৪। কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার?
    • ক) দুই প্রকার
    • খ) তিন প্রকার
    • গ) চার প্রকার
    • ঘ) পাঁচ প্রকার
  • ১৫। কম্পিউটার-টু-কম্পিউটারের তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়—
    • ক) ই-মেইল
    • খ) ইন্টারকম
    • গ) ইন্টারনেট
    • ঘ) টেলিকমিউনিকেশন
  • ১৬। কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশ আবশ্যক?
    • ক) ডিভিডি রম ড্রাইভ
    • খ) পেন ড্রাইভ
    • গ) মডেম
    • ঘ) কোনটিই নয়
  • ১৭। কোন কম্পিউটারকে অন্য কম্পিউটারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করতে হলে নিচের কোনটি প্রয়োজন?
    • ক) বায়োস
    • খ) নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
    • গ) রম
    • ঘ) কাপলার
  • ১৮। কোনো ই-মেইল ঠিকানায় নিচের কোন চিহ্নটি অবশ্যই থাকে?
    • ক) $
    • খ) #
    • গ) &
    • ঘ) @
  • ১৯। চ্যাট (Chat) অর্থ কি?
    • ক) খোশগল্প করা
    • খ) মারামারি করা
    • গ) ঝগড়া করা
    • ঘ) রাজনীতি করা