• ০০। Johannesburg Plan of Implementation সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়?
    • ক) কোনোটিই নয়
    • খ) ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন
    • গ) টেকসই উন্নয়ন
    • ঘ) সাংস্কৃতিক উন্নয়ন
  • ০১। Moralitas হলো
    • ক) প্রথা
    • খ) মানসিকতা
    • গ) খারাপ আচরন
    • ঘ) ভালো আচরন
  • ০২। Morality শব্দটির উৎপত্তি হয়েছে কোন ল্যাতিন শব্দ হতে?
    • ক) Moralitus
    • খ) Moralitas
    • গ) Moralites
    • ঘ) Muralites
  • ০৩। Morality শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ হতে?
    • ক) ল্যাতিন
    • খ) গ্রীক
    • গ) পর্তুগীজ
    • ঘ) জাপানি
  • ০৪। অপসংস্কৃতির দ্বারা কোন ধরনের মূল্যবোধ ব্যবহৃত হয়?
    • ক) রাজনৈতিক
    • খ) ব্যাক্তিগত
    • গ) সামাজিক
    • ঘ) ধর্মীয়
  • ০৫। অপসংস্কৃতির দ্বারা নষ্ট হয়—করেছে—
    • ক) সামাজিক মূল্যবোধ
    • খ) রাজনৈতিক মূল্যবোধ
    • গ) পারিবারিক মূল্যবোধ
    • ঘ) ব্যক্তিগত মূল্যবোধ
  • ০৬। অর্থনৈতিক অউন্নয়নের প্রধান কারণ কোনটি?
    • ক) সামরিক শাসন
    • খ) প্রশাসনিক গতিশীলতার অভাব
    • গ) মিশ্র অর্থ ব্যবস্থা
    • ঘ) ব্যবসায়ী রাজনীতিকদের সিন্ডিকেট
  • ০৭। আইন নিষ্প্রয়োজন হয়, যদি শাসক—
    • ক) ন্যায়পরায়ন হয়
    • খ) জ্ঞানী হয়
    • গ) অত্যাচারী হয়
    • ঘ) নির্ভীক হয়
  • ০৮। আইন প্রয়োগকারী সংস্থার নিরপেক্ষতা কিসের উপর নির্ভর করে?
    • ক) সুশাসন প্রতিষ্ঠা
    • খ) সায়ত্বশাসিত শাসন বিভাগ
    • গ) স্বাধন বিচার বিভাগ
    • ঘ) ক্ষমতার বিকেন্দ্রীকরণ
  • ০৯। আইনের আনুষ্ঠানিক উৎস হল—
    • ক) রাষ্ট্র
    • খ) সমাজ
    • গ) সংসদ
    • ঘ) সংবিধান
  • ১০। আইনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি—
    • ক) বাহ্যিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রক
    • খ) রাষ্ট্র কর্তৃক অনুমোদিত ও স্বীকৃত
    • গ) ব্যক্তিস্বাধীনতা ও অধিকারের রক্ষাকবচ
    • ঘ) উল্লিখিত সবগুলো
  • ১১। আইনের দৃষ্টিতে ‘সকল নাগরিক সমান’ বলা আছে সংবিধানের যে অনুচ্ছেদে—
    • ক) ২৯ নং অনুচ্ছেদে
    • খ) ৩০নং অনুচ্ছেদে
    • গ) ৩১ নং অনুচ্ছেদে
    • ঘ) ২৭ নং অনুচ্ছেদে
  • ১২। আইনের দৃষ্টিতে ‘সকল নাগরিক সমান’ বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে?
    • ক) ২৮নং
    • খ) ৩০নং
    • গ) ২৬নং
    • ঘ) ২৭নং
  • ১৩। আইনের শাসনকে শক্তিশালী করে কোন মূল্যবোধ?
    • ক) একনায়কতান্ত্রিক
    • খ) গণতান্ত্রিক
    • গ) সমাজতান্ত্রিক
    • ঘ) ধনতান্ত্রিক
  • ১৪। আইনের সবচেয়ে প্রাচীন উৎস হল—
    • ক) সামাজিক প্রথা
    • খ) পারিবারিক প্রথা
    • গ) রাজনৈতিক প্রথা
    • ঘ) কোনটিই নয়
  • ১৫। আধুনিক বিশ্ব যে ধরনের মূল্যবোধের প্রতি গুরুত্বারোপ করেছে—
    • ক) সামাজিক মূল্যবোধ
    • খ) রাজনৈতিক মূল্যবোধ
    • গ) পারিবারিক মূল্যবোধ
    • ঘ) ব্যক্তিগত মূল্যবোধ
  • ১৬। আধুনিককালে প্রায় প্রত্যেক রাষ্ট্রেই রাজনৈতিক দল আছে। দলের সংখ্যার ভিত্তিতে দলব্যবস্থাকে সাধারণত ৩টি শ্রেণিতে বিভক্ত করা হয়। তার মধ্যে একটি ব্যবস্থায় প্রধান দুটি দলের অস্তিত্ব দেখা যায়। তবে এ ব্যবস্থায় আরও ছোট ছোট দলও থাকতে পারে। তবে এরূপ ক্ষেত্রে ছোট ছোট দল কোনো দিনই সরকার গঠন করতে সক্ষম হয় না। এ ব্যবস্থায় কোনো একক দলের প্রাধান্য থাকে না। ফলে সরকার স্বেচ্ছাচারী হতে পারে না। এরূপ দলীয় ব্যবস্থার প্রধান গুণ হলো—
    • ক) সরকারের স্থিতিশীলতা
    • খ) গ্রহণযোগ্য দল মনোনয়নে সক্ষমতা
    • গ) শাসনব্যবস্থা সুপরিকল্পিতভাবে পরিচালনা
    • ঘ) উল্লিখিত সবগুলো
  • ১৭। আধুনিককালে প্রায় প্রত্যেক রাষ্ট্রেই রাজনৈতিক দল আছে। দলের সংখ্যার ভিত্তিতে দলব্যবস্থাকে সাধারণত ৩টি শ্রেণিতে বিভক্ত করা হয়। তার মধ্যে একটি ব্যবস্থায় প্রধান দুটি দলের অস্তিত্ব দেখা যায়। তবে এ ব্যবস্থায় আরও ছোট ছোট দলও থাকতে পারে। তবে এরূপ ক্ষেত্রে ছোট ছোট দল কোনো দিনই সরকার গঠন করতে সক্ষম হয় না। এ ব্যবস্থায় কোনো একক দলের প্রাধান্য থাকে না। ফলে সরকার স্বেচ্ছাচারী হতে পারে না। দৃশ্যকল্প অনুযায়ী এরূপ দলীয় ব্যবস্থায় সরকার গঠিত হয়ে থাকে—
    • ক) প্রধান দুটি দল দ্বারা পর্যায়ক্রমে
    • খ) ছোট ছোট দল কর্তৃক পর্যায়ক্রমে
    • গ) একদল অন্যদলের সাথে একত্রিত হয়ে
    • ঘ) উল্লিখিত সবগুলো
  • ১৮। আমলারা জনগণের—
    • ক) প্রভু
    • খ) দাস
    • গ) সেবক
    • ঘ) সহযোগী
  • ১৯। ইভটিজিং এক ধরনের—
    • ক) রাষ্ট্রীয় অপরাধ
    • খ) সামাজিক অপরাধ
    • গ) রাজনৈতিক অপরাধ
    • ঘ) পারিবারিক অপরাধ