• ০০। Adult Cell ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম হয়েছে?
    • ক) যুক্তরাজ্য
    • খ) যুক্তরাষ্ট্র
    • গ) অস্ট্রেলিয়া
    • ঘ) ফ্রান্স
  • ০১। Adult Cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছে–
    • ক) শেলী
    • খ) ডলি
    • গ) মলি
    • ঘ) নেলী
  • ০২। Anatomy শব্দের অর্থ–
    • ক) সাদৃশ্য
    • খ) স্নায়ুতন্ত্র
    • গ) শরীরবিদ্যা
    • ঘ) অঙ্গ-সঞ্চালন
  • ০৩। Microbiology-এর পরিভাষা নিম্নের কোনটি?
    • ক) অনুপ্রাণ বিজ্ঞান
    • খ) অণুজীব বিজ্ঞান
    • গ) জীবাণু বিজ্ঞান
    • ঘ) কোনটিই না
  • ০৪। pH হল–
    • ক) এসিড নির্দেশক
    • খ) এসিড ও ক্ষার নির্দেশক
    • গ) ক্ষার নির্দেশক
    • ঘ) এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক
  • ০৫। Polygraph বা মিথ্যা ধরার যন্ত্র আবিষ্কার করেন কে–
    • ক) জন এ লারসন
    • খ) ডেনিস গ্যাবার
    • গ) লেসার্ড
    • ঘ) লীডি ফরসেট
  • ০৬। Richter scale measures
    • ক) Total area of destruction
    • খ) Intensity of the earthquake
    • গ) Focus of earthquake
    • ঘ) Magnitude of earthquake
  • ০৭। অতিশক্তিশালী অ্যান্টিবায়োটিক দ্বারা রোগ নিরাময় ব্যবস্থাকে কি বলে?
    • ক) রেডিওথেরাপি
    • খ) আলট্রাসনোগ্রাফি
    • গ) কেমোথেরাপি
    • ঘ) হাইড্রোথেরাপি
  • ০৮। অলটিমিটার (Altimeter) কি?
    • ক) তাপ পরিমাপক যন্ত্র
    • খ) উষ্ণতা পরিমাপক যন্ত্র
    • গ) গ্যাসের পরিমাপক যন্ত্র
    • ঘ) উচ্চতা পরিমাপক যন্ত্র
  • ০৯। আঘাত লেগে ফুলে যাওয়ার প্রাথমিক চিকিৎসা কোনটি?
    • ক) ঠাণ্ডা পানি ও বরফ দেওয়া
    • খ) ডেটল বা চুনে রপানি দেওয়া
    • গ) পানি দিয়ে ধুয়ে ফেলা
    • ঘ) এসপিরিন বড়ি খেতে দেওয়া
  • ১০। আর্কিমিডিস কোন দেশের অধিবাসী ছিলেন?
    • ক) রাশিয়া
    • খ) কানাডা
    • গ) গ্রীস
    • ঘ) ইতালি
  • ১১। আর্কিমিডিসের জন্মস্থান–
    • ক) সিসিলি
    • খ) বার্সিলোনা
    • গ) ইস্তাম্বুল
    • ঘ) টরেন্টো
  • ১২। আলেকজান্ডার গ্রাহম বেল কি আবিষ্কার করেন?
    • ক) টেলিফোন
    • খ) তড়িৎ
    • গ) টেলিভিশন
    • ঘ) টেলিগ্রাফিক সংকেত
  • ১৩। আসল হীরা চেনার উপায় কি?
    • ক) এর ভিতর দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারে না
    • খ) ইহা রঞ্জন রশ্মি শোষণ করে নেয়
    • গ) এর ভিতর দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারে
    • ঘ) ইহা উপরের চাচচিক্য ও সৌন্দর্য দেখে
  • ১৪। ইউরেনিয়াম–২৩৮ এর অর্ধায়ু হল–
    • ক) ৪৫১০০০০০০০ বছর
    • খ) ৮২০০০ বছর
    • গ) ২৬৯০০০ বছর
    • ঘ) কয়েক সেকেন্ড
    • ঙ) কোনটিই নয়
  • ১৫। উচ্চতা নির্ণয় করার যন্ত্রের নাম কি?
    • ক) গ্যালভানোমিটার
    • খ) অলটিমিটার
    • গ) ক্যালরিমিটার
    • ঘ) টেনসিওমিটার
  • ১৬। উড়োজাহাজ প্রথম উড়ান কে?
    • ক) মার্কনি
    • খ) রোনাল্ড রস
    • গ) কুরি দম্পতি
    • ঘ) রাইট ভ্রাতৃদ্বয়
  • ১৭। উড়োজাহাজের গতি নির্ণায়ক হয়–
    • ক) ক্রনোমিটার
    • খ) ওডোমিটার
    • গ) ট্যাকোমিটার
    • ঘ) ক্রোসকোগ্রাফ
  • ১৮। একটি স্বাভাবিক দ্র্রবণে ১ সমতূল্য ওজনের দ্র্রবীভূত পদার্থ থাকে–
    • ক) ১০০০ মি.লি.
    • খ) ১০০ মি.লি.
    • গ) ১০ মি.লি.
    • ঘ) ৫ মি.লি.
  • ১৯। এক্স-রে কে আবিষ্কার করেন?
    • ক) মার্কনি
    • খ) রন্টজেন
    • গ) নিউটন
    • ঘ) ফ্যরাডে