• ০০। AIDS এর অভিব্যক্তি কি কি?
    • ক) American Immunity Deficiency Symptom
    • খ) Acquired Intestinal Deficiency System
    • গ) Acquired Immunity Deficiency Symptom
    • ঘ) Acquired Immune Deficiency Syndrome
  • ০১। AIDS সম্বন্ধে কোন তথ্যটি সঠিক নয়?
    • ক) AIDS-এর ভাইরাস রক্ত কণিকাকে সংক্রমিত করে
    • খ) AIDS মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা খর্ব করে
    • গ) AIDS যৌন সংগমের মাধ্যমে সংক্রামিত হয়
    • ঘ) পেনিসিলিন নামক এন্টিবায়োটিক দ্বারা AIDS রোগ সারানো যায়
  • ০২। HCL কোন কোষ থেকে নিঃসৃত হয়?
    • ক) মিউকাসনেক কোষ
    • খ) গবলেট কোষ
    • গ) প্যারাইটাল কোষ
    • ঘ) চিফ কোষ
  • ০৩। Small intestine- এর দৈর্ঘ্য কত?
    • ক) ৬ মিটার
    • খ) ২০ ফুট
    • গ) ৫.৫ মিটার
    • ঘ) ১২ ফুট
  • ০৪। What is Cardiograph?
    • ক) To measure blood
    • খ) To measure urine
    • গ) To measure stool
    • ঘ) To recorded movement of heart
  • ০৫। What is high blood pressure?
    • ক) Pressure exerted by air on blood
    • খ) Pressure exerted by liquid on blood
    • গ) Excess of pressure exerted by blood against blood vessels
    • ঘ) 150/100
  • ০৬। Which of the following animals is not a mammal?
    • ক) Elephant
    • খ) Crocodile
    • গ) Bat
    • ঘ) Whale
  • ০৭। ___ অভাবে ঠোঁটে ও জিহবায় ঘা হয়?
    • ক) ভিটামিন ‘এ’
    • খ) ভিটামিন ‘বি’
    • গ) ভিটামিন ‘সি’
    • ঘ) ভিটামিন ‘ডি’
  • ০৮। অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন হয় তাকে বলা হয়–
    • ক) অবাত শ্বসন
    • খ) সবাত শ্বসন
    • গ) ক ও উভয়ই
    • ঘ) কোনটিই নয়
  • ০৯। অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
    • ক) পেনিসিলিন
    • খ) ইনসুলিন
    • গ) ফলিকএসিড
    • ঘ) অ্যামাইনো এসিড
  • ১০। অঙ্কুরোদগমের জন্য দরকার হয়–
    • ক) তাপ ও পানি
    • খ) পানি ও অক্সিজেন
    • গ) অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড
    • ঘ) তাপ, পানি ও অক্সিজেন
  • ১১। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো
    • ক) গ্লাইকোজেন
    • খ) গ্লুকোজ
    • গ) ফ্রুক্টোজ
    • ঘ) সুক্রোজ
  • ১২। অতিরিক্ত শর্করা দেহে জমা থাকে–
    • ক) গ্লাইকোজেনরূপে
    • খ) গ্লুকোজরূপে
    • গ) ফ্রুক্টোজরূপে
    • ঘ) চর্বিরূপে
  • ১৩। অন্ধকারে অংকুরিত হয় কোন ফুল?
    • ক) বেলী
    • খ) গাঁদা
    • গ) জুঁই
    • ঘ) জবা
  • ১৪। অপত্যকোষে ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন কোষ-বিভাজনে?
    • ক) মাইটোসিস
    • খ) মিয়োসিস
    • গ) অ্যামাইটোসিস
    • ঘ) অস্বাভাবিক
  • ১৫। অসবুজ উদ্ভিদ কোনটি?
    • ক) শৈবাল
    • খ) ফার্ণ
    • গ) ছত্রাক
    • ঘ) স্পাইরোগাইরা
  • ১৬। অস্থি ও দাঁত গঠনে সহায়তা করে কোনটি–
    • ক) আয়োডিন
    • খ) লৌহ ও ফসফরাস
    • গ) জিঙ্ক
    • ঘ) ক্যালসিয়াম ও ফসফরাস
  • ১৭। অস্থির বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন
    • ক) ক্যালসিয়াম
    • খ) শর্করা
    • গ) স্নেহজাতীয় পদার্থ
    • ঘ) প্রোটিন
  • ১৮। আদিকোষ কোনটি?
    • ক) ভাইরাস
    • খ) ব্যাকটেরিয়া
    • গ) অ্যামিবা
    • ঘ) ভাইরাস ও অ্যামিবা
  • ১৯। আফ্রিকার নিরক্ষীয় নিবিড় অরণ্যে কোন প্রাণী বাস করে?
    • ক) সিংহ ও চিতাবাঘ
    • খ) গরিলা ও শিম্পাঞ্জী
    • গ) জিরাফ ও হরিণ
    • ঘ) হায়েনা ও জেব্রা