• ০০। Adult Cell ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম হয়েছে?
    • ক) যুক্তরাজ্য
    • খ) যুক্তরাষ্ট্র
    • গ) অস্ট্রেলিয়া
    • ঘ) ফ্রান্স
  • ০১। Adult Cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছে–
    • ক) শেলী
    • খ) ডলি
    • গ) মলি
    • ঘ) নেলী
  • ০২। Anatomy শব্দের অর্থ–
    • ক) সাদৃশ্য
    • খ) স্নায়ুতন্ত্র
    • গ) শরীরবিদ্যা
    • ঘ) অঙ্গ-সঞ্চালন
  • ০৩। Microbiology-এর পরিভাষা নিম্নের কোনটি?
    • ক) অনুপ্রাণ বিজ্ঞান
    • খ) অণুজীব বিজ্ঞান
    • গ) জীবাণু বিজ্ঞান
    • ঘ) কোনটিই না
  • ০৪। pH হল–
    • ক) এসিড নির্দেশক
    • খ) এসিড ও ক্ষার নির্দেশক
    • গ) ক্ষার নির্দেশক
    • ঘ) এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক
  • ০৫। অতিশক্তিশালী অ্যান্টিবায়োটিক দ্বারা রোগ নিরাময় ব্যবস্থাকে কি বলে?
    • ক) রেডিওথেরাপি
    • খ) আলট্রাসনোগ্রাফি
    • গ) কেমোথেরাপি
    • ঘ) হাইড্রোথেরাপি
  • ০৬। আঘাত লেগে ফুলে যাওয়ার প্রাথমিক চিকিৎসা কোনটি?
    • ক) ঠাণ্ডা পানি ও বরফ দেওয়া
    • খ) ডেটল বা চুনে রপানি দেওয়া
    • গ) পানি দিয়ে ধুয়ে ফেলা
    • ঘ) এসপিরিন বড়ি খেতে দেওয়া
  • ০৭। আসল হীরা চেনার উপায় কি?
    • ক) এর ভিতর দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারে না
    • খ) ইহা রঞ্জন রশ্মি শোষণ করে নেয়
    • গ) এর ভিতর দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারে
    • ঘ) ইহা উপরের চাচচিক্য ও সৌন্দর্য দেখে
  • ০৮। ইউরেনিয়াম–২৩৮ এর অর্ধায়ু হল–
    • ক) ৪৫১০০০০০০০ বছর
    • খ) ৮২০০০ বছর
    • গ) ২৬৯০০০ বছর
    • ঘ) কয়েক সেকেন্ড
    • ঙ) কোনটিই নয়
  • ০৯। একটি স্বাভাবিক দ্র্রবণে ১ সমতূল্য ওজনের দ্র্রবীভূত পদার্থ থাকে–
    • ক) ১০০০ মি.লি.
    • খ) ১০০ মি.লি.
    • গ) ১০ মি.লি.
    • ঘ) ৫ মি.লি.
  • ১০। এক্স-রে কে আবিষ্কার করেন?
    • ক) মার্কনি
    • খ) রন্টজেন
    • গ) নিউটন
    • ঘ) ফ্যরাডে
  • ১১। এন্টিবায়োটিক ওষুধ তৈরি হয়/পেনিসিলিন ওষুধ তৈরি হয়
    • ক) ফার্ণ দিয়ে
    • খ) শৈবাল দিয়ে
    • গ) ছত্রাক দিয়ে
    • ঘ) লাইকেন দিয়ে
  • ১২। এন্টিবায়োটিকের কাজ–
    • ক) জীবাণু ধংস করা
    • খ) রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করা
    • গ) ভাইরাস ধংস করা
    • ঘ) দ্রুত রোগ নিরাময় করা
  • ১৩। কলেরা বা ডায়রিয়ার রোগী স্যালাইন খেতে দেওয়া হয় কেন?
    • ক) বমি বন্ধ হওয়ার জন্য
    • খ) দেহে পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য
    • গ) পায়খানা বন্ধ হওয়ার জন্য
    • ঘ) দেহ বর্ধনের জন্য
  • ১৪। কাচ তৈরীর প্রধান কাঁচামাল কোনটি?
    • ক) সাজি মাটি
    • খ) চুনাপাথর
    • গ) বালি
    • ঘ) জিপসাম
  • ১৫। কার্বন–১৪ রেডিও আইসোটোপের অর্ধায়ু–
    • ক) ৩৬৮০ বছর
    • খ) ৫৫৬৮ বছর
    • গ) ১২৮৩ বছর
    • ঘ) কোনটিই নয়
  • ১৬। কোন এনজাইমের সাহায্যে প্লাজমিড ডি.এন.এ কে ছেদন করা হয়?
    • ক) Amylase enzyme
    • খ) Proteasse enzyme
    • গ) Restriction enzyme
    • ঘ) Cellulose enzyme
  • ১৭। কোন জীব থেকে অযৌন প্রজনন প্রক্রিয়ায় সৃষ্ট জীবকে কি বলে?
    • ক) অণুজীব
    • খ) জীন
    • গ) ক্লোন
    • ঘ) ভ্রুণ
  • ১৮। কোন রাসায়নিক পদার্থটি ক্রোমোজোমের ভিতর থাকে না?
    • ক) ডি.এন.এ
    • খ) আর.এন.এ
    • গ) প্রোটিন
    • ঘ) লিপিড
  • ১৯। কোনটি এন্টিবায়োটিক?
    • ক) ইনসুলিন
    • খ) পেপসিন
    • গ) পেনিসিলিন
    • ঘ) ইথাইলিন