মডেল টেষ্ট এমন একটি পদ্ধতি যার মাধ্যমে বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে বাস্তব অবস্থা নির্ধারণ করা হয়ে থাকে। এই পদ্ধতিতে আপনি বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এবং উক্ত পরীক্ষার জন্য আপনার প্রস্তুতি সম্পর্কে ধারণা পেতে পারবেন। আমাদের প্রত্যেকটি মডেল টেষ্ট বিগত সময়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষাসমূহের প্রশ্ন বিন্যাস পদ্ধতি অনুযায়ী নকশা করা হয়েছে। প্রত্যেকটি মডেল টেষ্ট স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তনশীল। আপনি যতবারই একটি মডেল টেষ্টে পুনরায় অংশগ্রহণ করবেন, ততবারই মডেল টেষ্টটির সামগ্রিক প্রশ্ন বিন্যাস ঠিক রেখে আপনাকে নতুন প্রশ্নপত্র সরবরাহ করা হবে। ফলে আপনাকে কখনই একই ধরনের প্রশ্নপত্রের উপর বিরক্তিকর মডেল টেষ্টে অংশগ্রহণ করতে হবে না।

মডেল টেষ্টের সিলেবাস

  • বাংলা ব্যাকরণ
    • সন্ধি বিচ্ছেদ
    • কারক ও বিভক্তি
    • সমাস ও ব্যাসবাক্য
    • সমার্থক বা প্রতিশব্দ
    • প্রকৃতি ও প্রত্যয়
    • এক কথায় প্রকাশ
    • বাগধারা ও প্রবাদ প্রবচন
    • লিঙ্গ ও বচন
    • ভাষারীতি ও যতি বা ছেদ চিহ্ন
    • বিপরীত শব্দ
    • বানান ও বাক্য শুদ্ধি
  • ইংরেজী ব্যাকরণ
    • পার্টস অফ স্পীস
    • ভয়েস
    • ন‍্যারেশন
    • প্রিপোজিশন
    • কারেক্ট স্পেলিং
    • কারেকশন
    • সিনোনিমস এন্ড এন্টোনিমস
    • ইডমস এন্ড ফ্রাসেস
    • আর্টিকেল
    • ফিল ইন দি ব্লাঙ্কস
  • পাটিগণিত
    • অনুপাত-সমানুপাত ও মিশ্রণ
    • গড়
    • ঐকিক নিয়ম
    • শতকরা হিসাব
    • লাভ ও ক্ষতি
    • সুদকষা
    • ল.সা.গু. ও গ.সা.গু
  • বীজগণিত
    • বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ
    • বীজগণিতীয় রাশিমালার যোগ, বিয়োগ, গুণ ও ভাগ
    • উৎপাদকে বিশ্লেষণ
    • দ্বিঘাত সমীকরণ
    • ল.সা.গু. ও গ.সা.গু
  • জ্যামিতি
    • ত্রিভুজ
    • বৃত্ত
    • চতুর্ভুজ
    • বহুভুজ
    • ক্ষেত্রফল ও পরিমাপ
  • পদার্থ বিজ্ঞান
  • রসায়ন
  • জীব বিজ্ঞান
  • আধুনিক বিজ্ঞান